আজব কান্ড!ঘুম থেকে উঠেই চক্ষু চরক গাছ এক যুবতীর

মালদা : আজব কান্ড! সকালে ঘুম থেকে উঠে দেখেন যুবতীর মাথার চুল জমাট বেঁধে গিয়েছে।হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলেও কোনক্রমে চুল ছাড়ানো যাচ্ছে না।তারপর থেকে হইচই পড়ে গিয়েছে এলাকায়।তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারের লোকেরা।চিকিৎসকের কাছে গিয়েও সমস্যার সমাধান হয়নি।গত আটদিন ধরে চরম এই সমস্যায় ভুগছে যুবতী।এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে।পরিবার সূত্রে জানা গিয়েছে,গত শনিবার স্বাভাবিক অবস্থায় রাতে ঘুমিয়ে পড়েন ওই যুবতী।রবিবার সকালে উঠে দেখেন তার মাথার চুলগুলো একত্রিত হয়ে মাথায় জমাট বেঁধে গিয়েছে।হাত ও চিরুনী দিয়ে জমাট চুল
ছাড়ানোর চেষ্টা করলেও চুল ছাড়ানো যাচ্ছে না।এই ঘটনা চাউর হতেই যুবতীর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন গ্রামের লোকেরা।এই অবস্থা দেখে কেউ কবিরাজ,ওঝা,কেউ আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েও সমস্যার কোন সমাধান হয়নি বলে জানা যায়।যুবতী বলেন,আমি চুলে কিছুই লাগাইনি।প্রতিদিনের ন্যায় সে দিনও চিরুনি করে খোঁপা বেঁধে ঘুমিয়েছিলাম।কিন্তু সকালে উঠে দেখি চুলগুলো একত্রিত হয়ে জমাট বেঁধে গিয়েছে।চুল আর লম্বা হচ্ছে না।চিরুনী করা যাচ্ছে না।দিনের পর দিন ক্রমশ
জমাট বেশি হয়ে যাচ্ছে।মাথাব্যথা করছে।কি করে হল কিছুই বুঝে উঠতে পারছিনা।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ জেলা শাখার সম্পাদক সুনিল দাস বলেন,অলৌকিক ঘটনা বলে কিছু নেই।এরপূর্বে চাঁচলে চুল কেটে নেওয়া ঘটনা ঘটেছিল।তা বিজ্ঞান মঞ্চের সদস্যরা গিয়ে আসল রহস্য উদঘাটন করেছিল। এই ঘটনাটি সাইকোলজিক্যাল কারণে ঘটতে পারে বলে মনে হচ্ছে।তবে না দেখে
কোন কিছু বলা সম্ভব না।বিজ্ঞান মঞ্চের সদস্যরা গিয়ে বিষয়টি দেখবেন।হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস মুখোপাধ্যায় বলেন, ওনার কোন সংক্রমণের কারণে এই ধরনের সমস্যা দেখা গিয়েছে।অবিলম্বে ওনাকে মালদা মেডিকেল কলেজে চর্মরোগ বিশেষজ্ঞ সহ অন্য চিকিৎসককে দেখানোর জন্য আবেদন করছি।

আজব কান্ড!ঘুম থেকে উঠেই চক্ষু চরক গাছ এক যুবতীর

Check Also

বিজেপি শাসিত রাজস্থানে পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ

হরিশ্চন্দ্রপুর : খেতে বসে সহকর্মীদের সঙ্গে বচসা।সেই বচসা থেকে মারধর।দুইদিন হাসপাতালে ভর্তি থাকার পর অস্ত্রপচার …